ক্যারিয়ার প্লেসমেন্ট ফরম (কর্মী নিয়োগ)
ঢাকা সাউথ নেটওয়ার্ক ওনার্স কমিউনিটি বা DSNOC -এর বিশেষ আকর্ষণ হল ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট। পুরাতন ঢাকায় বিভিন্ন ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে প্রায়ই দক্ষ এবং অদক্ষ উভয় ধরনের কর্মী প্রয়োজন হয়ে থাকে। আমাদের ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট এর সহায়তায় প্রতিনিয়ত কর্মী তার যোগ্যতা অনুযায়ী নির্ধারিত পদে নিয়োগ পেয়ে থাকেন। আপনি যদি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে যুক্ত হয়ে আমাদের সাথে এক হয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার আপডেট CV -টি সংযুক্ত করে পার্শ্বের ফরমটি পূরন করে রাখুন। যেসকল ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কর্মী প্রয়োজন, আমরা আপনার CV -টি তাদের নিকট পাঠিয়ে দেবো। বিশ্বজুড়ে বেকার সমস্যা যখন প্রকট হচ্ছে, সেই সময় বাংলাদেশে বেকারত্ব দূর করার প্রত্যয় নিয়ে কাজ করছে ঢাকা সাউথ নেটওয়ার্ক ওনার্স কমিউনিটি বা DSNOC -এর ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট।
ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট- ০১৫১১৯৬০৭৬২।
ক্যারিয়ার প্লেসমেন্ট ফরম
(আপনার CV -টি .pdf ফরমেট প্রদান করুন)