আমাদের সম্পর্কে

DSNOC সম্পর্কে কিছু কথা

DSNOC বা Dhaka South Network Owner's Community হচ্ছে, ইন্টারনেট ব্যবসায় বা IT ব্যবসায়ের সাথে জড়িত প্রতিষ্ঠানসমূহের একটি কমিউনিটি। বাংলাদেশকে Smart Bangladesh গড়ে তোলার লক্ষ্যে বা IT কাজের সাথে সম্পর্কযুক্ত যেকোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানী যাদের মূল সেবা হচ্ছে ইন্টারনেট সেবা প্রদান (ISP), কম্পিউটার প্রশিক্ষণ (TSP), IT সম্পর্কিত পণ্য ক্রয়-বিক্রয় ইত্যাদি DSNOC এর সদস্য হতে পারবে। এক কথায় DSNOC হচ্ছে, IT সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের-ই কমিউনিটি।

আমাদের উদ্দেশ্যসমূহ-
  • দলবদ্ধ হয়ে কাজ করা;
  • নিজেদের অভিজ্ঞতা অন্য সদস্যদের সাথে শেয়ার করা;
  • অনাকাঙ্খীত সৃষ্ট সমস্যা সমাধানে গবেষনা করা;
  • বাংলাদেশকে Technology তে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা;
  • গ্রাহক পর্যায়ে সুশৃঙ্খলভাবে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা;
  • গ্রাহক পর্যায়ে ইন্টারনেট এর ব্যবহার ও ডিজিটাল সিকিউরিটি আইন সম্পর্কে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা;
  • এক দেশ, এক রেট বাস্তবায়নে একত্রিত হয়ে ইন্টারনেট সেবা প্রদান করা;
  • সামাজিক সৌন্দর্য বজায় রেখে পরিকল্পিতভাবে ইন্টারনেট ক্যাবল গুছিয়ে রাখা;
  • বাংলাদেশকে Smart Bangladesh গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়া।
DSNOC হচ্ছে একটি Non-Profit কমিউনিটি। DSNOC সম্পর্কে আরোও জানতে ক্লিক করুন।

FAQ-Question

সহযোগীতায়

রেজিষ্ট্রেশন