সদস্যদের সুবিধাসমূহ
- ইন্টারনেট ব্যবসায় কমিউনিটিতে নেটওয়ার্কিং এর মাধ্যমে সবসময় যুক্ত থাকা।
- সদস্যরা নিজ ব্যবসায় পরিচালনায় সৃষ্ট অনাকাঙ্খিত পরিস্থিতিতে DSNOC এর পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ ও সহযোগীতা পাবেন।
- ব্যবসায় পরিচালনায় সদস্যবৃন্দ অভিজ্ঞ ব্যক্তিবর্গের কাছ হতে সুষ্ঠূ উপদেশ বা পরামর্শ পাবেন। সেই সাথে রয়েছে নিজস্ব সৃজনশীল মতামত প্রকাশের সুযোগ।
- নতুন উদ্যোক্তাদের সার্বিক সহযোগীতায় DSNOC বিশেষভাবে লক্ষ্য দিয়ে থাকেন।
- সদস্যবৃন্দ ইন্টারনেট ব্যবসায় পরিচালনায় জাতীয় নীতি নির্ধারনে যোগদান ও পরামর্শ দেওয়ার সুযোগ পাবেন।
- সদস্যবৃন্দ ব্যবসায় পরিচালনার জন্য Web Design & Development, Digital Marketing, ISP Billing Software ইত্যাদি কাজে সহযোগীতা পাবেন।
- Online Payment Gateway সেবার জন্য সদস্যবৃন্দ সুবিধা পাবেন।
- সদস্যবৃন্দ Cyber-Security সম্পর্কিত সকল ধরনের আপডেট তথ্য পেয়ে থাকবেন।
- সদস্যবৃন্দ আন্তর্জাতিক সংস্থা এবং বাণিজ্য সংস্থাগুলোর সংস্পর্শে আসবে।
- সদস্যবৃন্দ জাতীয় ও বিদেশী মেলায় অংশ নেওয়ার সময় অতিরিক্ত সুবিধা পাবেন।
সদস্যদের ধরন
আমাদের এই কমিউনিটিতে সদস্য দু’রকমের হয়ে থাকে। যথাঃ (১) সাধারন সদস্য (General Member) ও (২) সহযোগী সদস্য (Associate Member)। ইন্টারনেট ব্যবসায়ী হলে আপনি সাধারন সদস্য হিসেবে অংশগ্রহন করতে পারবেন। অন্যদিকে যদি ইন্টারনেট ব্যবসায়ী না হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি সহযোগী সদস্য হতে পারেন।
সদস্য পদের নিয়মাবলী
DSNOC এর সদস্য পদের জন্য আপনাকে নিচের দেওয়া ডকুমেন্ট সংযুক্ত করতে হবে
- কোম্পানী বা প্রতিষ্ঠানের প্রোপ্রাইটরের Smart ID Card এর ফটোকপি
- কোম্পানী বা প্রতিষ্ঠানের প্রোপ্রাইটরের ২ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি
- কোম্পানী বা প্রতিষ্ঠানের Update Trade License এর ফটোকপি
- ইন্টারনেট কোম্পানী বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে Update BTRC License এর ফটোকপি