আলহামদুলিল্লাহ, গত ১৮/০২/২০২২ইং তারিখ, রোজ- শুক্রবার, সময়- সকাল ৯টা হতে Dhaka South City Corporation (DSCC) এর পক্ষ থেকে ৩০নং ওয়ার্ড এর সম্মানিত কাউন্সিলর জনাব মোঃ ইরফান সেলিম ভাই এবং Dhaka South Network Owner’s Community (DSNOC) এর যৌথ উদ্যোগে দেবীদাস ঘাটের ওভারহেড ফাইবার ক্যাবল গোছানো ও অপ্রয়োজনীয় ক্যাবল অপসারন কার্যক্রম সম্পন্ন হয়েছে। উক্ত কাজের সার্বিক সহযোগীতায় উপস্থিত ছিলেন DSNOC এর সম্মানিত উপদেষ্টা জনাব মোঃ আশরাফ উদ্দিন ভাই, মোঃ আলম ভাই (সভাপতি), মোঃ শাহিন ভাই (সেক্রেটারি) এবং CSTF এর সুপারভাইজার জনাব মোঃ মোশাররফ হোসেন ভাই। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি Internet Service Provider Association of Bangladesh (ISPAB) এর পক্ষ থেকে সম্মানিত সেক্রেটারি জনাব মোঃ নাজমুল করিম ভুইয়া ভাইকে আমাদেরকে সরেজমিনে থেকে CSTF হতে জনাব মোঃ মোশাররফ হোসেন ভাই এর মতো দক্ষ ব্যক্তি দিয়ে সহযোগীতা করার জন্য। সর্বশেষ ধন্যবাদ জানাই আরোও অন্যান্য সকল সদস্যদের এবং অত্র দেবী দাস রোডের সকল এলাকাবাসীদের আমাদের এই কাজে একত্রিত হয়ে এগিয়ে আসার জন্য।
ইন-শা-আল্লাহ, পরবর্তীতে আমরা ধীরে ধীরে মিটফোর্ড রোড, বড় কাটারা, ছোট কাটারা, চম্পাতলী, সোয়ারী ঘাট, কামাল বাগ রোডসহ সম্পূর্ণ ৩০নং ওয়ার্ডের ওভারহেড ফাইবার ক্যাবল গোছানো ও অপ্রয়োজনীয় ক্যাবল অপসারন কার্যক্রম সম্পন্ন করবো।
যেহেতু এলাকা আমাদের, গুছিয়ে রাখার দায়িত্বও আমাদের। তাই আমরা DSNOC এর সম্মানিত সদস্যদের এবং অত্র ৩০নং ওয়ার্ডের সকল ইন্টারনেট ব্যবসায়ী ভাইদের অনুরোধ করবো আপনারা আমাদের সাথে একত্রিত হয়ে আমাদেরকে সময় দিয়ে সহযোগীতা করবেন এবং যে সকল ব্যক্তিবর্গ গতদিনের কাজে কোনো কারন বশত উপস্থিত হতে পারেননি তাদেরকে অনুরোধ করব পরবর্তী কাজে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
ধন্যবাদ।