আলহামদুলিল্লাহ,
প্রতি বছরে মতোই গত ০৪ই এপ্রিল, ২০২৩ইং (১২ই রমজান, ১৪৪৪ হিজরী) মঙ্গলবার ঢাকা সাউথ নেটওয়ার্ক ওনার্স কমিউনিটি (DSNOC) এর পরিবারের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল – ২০২৩ইং আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ISPAB এর সভাপতি জনাব মোঃ ইমদাদুল হক ভাই ও ISPAB এর ইসি সদস্যবৃন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ISPAB এর মহাসচিব, জনাব নাজমুল করিম ভূঁঞা ভাই এবং CCOAB এর সভাপতি জনাব এ এম কামাল উদ্দিন আহমেদ সেলিম ভাই ও CCOAB এর ইসি সদস্যবৃন্দ। সেই সাথে উপস্থিত ছিলেন আইটি ইন্ডাষ্ট্রি এর গন্যমান্য নেতৃবৃন্দ।
সবাইকে আমাদের DSNOC এর পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এই অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্য। আরোও ধন্যবাদ জানাই আমাদের DSNOC এর সকল ইসি সদস্যবৃন্দদের তাদের অক্লান্ত পরিশ্রম ও সকল ধরনের সহযোগীতার জন্য। মহান আল্লাহ তা’য়ালা আমাদের সকলের সিয়াম ও সকল ইবাদত কবুল করে নিন সকলে এই প্রার্থনা করি।
– আমিন